মৌলভীবাজারের বড়লেখায় দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

জিবিনিউজ24 ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ভোলাকান্দি গ্রামের নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ কর্মকর্তা ইউছুফ।
নিহতরা হলেন, কাতার প্রবাসী আকামত আলীর স্ত্রী মাজেদা বেগম (২৫), তার মেয়ে লাবণী (৫) ও ছেলে ফারুক (৩)।
অতিরিক্ত পুলিশ কর্মকর্তা জানান, ছেলের লাশ ঘরের মেঝেতে এবং মা ও মেয়ের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি এবং কাউকে আটকও করা যায়নি।