আশা করি, দর্শককে ভালো কিছু উপহার দিতে পারবো: মৌসুমী

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে ‘দেশান্তর’ সিনেমায় অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। পাশাপাশি সম্প্রতি সাপ্তাহিক একটি ম্যাগাজিনের নির্বাহী সম্পাদকের দায়িত্ব নিয়েছেন প্রিয়দর্শিনী’খ্যাত এই অভিনেত্রী।

এমন দায়িত্ব পেয়ে বেশ আনন্দিত মৌসুমী। তার ভাষ্য, দীর্ঘ অভিনয় জীবনে অনেক সাংবাদিকের সঙ্গে পরিচয় হয়েছে। নানা ইস্যুতে কথা হয়েছে। অনেক কিছু তাদের কাছ থেকে জেনেছি। আর নিজের মনেও সুপ্ত ইচ্ছা ছিলো, সুযোগ পেলে সাংবাদিকতায় যুক্ত হওয়ার। সে কারণে ২০১৮ সালে আমার জন্মদিনে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে কাজও শুরু করেছিলাম। কিন্তু নানা কারণে সেটি আপাতত বন্ধ। এরপর “ভিশন-২০২১” সাপ্তাহিক ম্যাগাজিন থেকে প্রস্তাবটি আসলে সানন্দে রাজি হয়ে যাই।

 

‘দেশান্তর’ সিনেমার কাজ শুরু হবে কবে? জানতে চাইলে তিনি বলেন, আশুতোষ সুজনের পরিচালনায় কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে সরকারি অনুদানে “দেশান্তর” নির্মিত হবে। এতে অন্নপূর্ণা নামে যে নারী চরিত্রে অভিনয় করছি, তা আমার আগের সব সিনেমার চরিত্র থেকে আলাদা। সব ঠিক থাকলে আগামী অক্টোবর মাসে এর শুটিং শুরু কথা রয়েছে।

এই সিনেমা প্রসঙ্গে মৌসুমী বলেন, এর কাহিনী, চরিত্র ও নির্মাণ পরিকল্পনা শুনেই আশাবাদী হয়ে উঠেছি। এছাড়া আশুতোষ সুজনের পরিচালনায় এর আগে টিভি নাটকে অভিনয় করেছি। তখনই দেখেছি, সুজন অনেকটা যত্ন নিয়ে কাজ করে। তাই তার কাজের প্রতি আত্মবিশ্বাস আছে। সব কিছু মিলিয়ে আশা করি, দর্শককে ভালো কিছু উপহার দিতে পারবো।

অন্যান্য সিনেমার কাজের প্রসঙ্গে মৌসুমী বলেন, আগামী মাস থেকে শুরু হবে জাহিদ হোসেনের “সোনার চর” সিনেমার কাজ। এরপর মির্জা সাখাওয়াত হোসেনের “ভাঙন”। এছাড়াও আবু তৌহিদ হিরনের নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমায় অভিনয় করবো।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন