পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছা পৌর বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে পৌর ভবনে সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ শাহরিয়ার হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রনজু’র সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র এসএম তৈয়েবুর রহমান, কাউন্সিলর আসমা আহমেদ, আব্দুল গফফার মোড়ল, ইমরান সরদার, পৌর সচিব লিয়াকত আলী, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, সহ-সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, আওয়ামী লীগনেতা প্রভাষক মসিউর রহমান, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, কেডি বাবু ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি। উল্লেখ্য, পৌর বাজারের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে গত দু’দিনে উপজেলা প্রশাসন ও পৌর পরিষদ যৌথভাবে অভিযান চালিয়ে পৌর বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখল মুক্ত করেন। এতে পৌর বাজারের ফুটপাতের ৮০জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ এসব ব্যবসায়ীদের মাঝে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে চাল, ডাল, তেল, লবণ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়। এছাড়া তাদেরকে বিকল্প স্থানে পুনর্বাসন করারও পরিকল্পনার কথা জানান কর্তৃপক্ষ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন