জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে যা বললেন বাঁধন

gbn

গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অভিনেত্রী আজমেরী হক বাঁধনও প্রতিবাদে সোচ্চার ছিলেন। শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, তিনি রাজপথেও নেমেছিলেন। ঐতিহাসিক জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে আবারও সরব হলেন বাঁধন।

এবার তিনি জুলাই আন্দোলনকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলে অভিহিত করেছেন।

 

আজ (১ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্ষপূর্তিতে বাঁধন তার সোশ্যাল মিডিয়ায় ইংরেজিতে একটি পোস্ট দিয়েছেন। যার বাংলায় মর্মার্থ, ‘জুলাই আন্দোলন ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই আন্দোলন আমাকে আশা দিয়েছিল। দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সাহস জুগিয়েছিল। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তটা কোনো সহজ সিদ্ধান্ত ছিল না। তবুও আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম।’

 

এ অভিনেত্রী আরও লেখেন, ‘আমরা এক হয়েছিলাম এমন একটি রাষ্ট্রের বিরুদ্ধে যে রাষ্ট্র নিজের জনগণের টাকায় কেনা অস্ত্র তাক করেছিল তার জনগণের দিকে। কোনো কারণ ছাড়া মানুষকে গ্রেফতার করা হচ্ছিল। নির্দোষ মানুষ প্রাণ হারাচ্ছিল। রিয়া মণির মতো ছোট ছোট শিশুরা জীবন দিয়েছিল। কিন্তু তারা বুঝেই উঠতে পারেনি কেন জীবন দিচ্ছে।

আন্দোলনের সময় আমরা এক হয়েছিলাম আমাদের অধিকার আর দেশকে ভালোবেসে। সেটা ছিল স্মরণীয় মুহূর্ত। আমরা স্বপ্ন দেখেছিলাম ভালো কিছুর। আমি সেই আশা সবসময় বুকে ধারণ করেই চলব।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন