জুমে অংশ নিলে সম্মানী ভাতা অর্ধেক

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

অনলাইনে (জুম প্লাটফরমে) যে সকল সরকারি চাকরিজীবী সভা, সেমিনার কিংবা কর্মশালায় অংশ নেন, তাদের সম্মানী ভাতা অর্ধেক করা হয়েছে। করোনা মহামারির মধ্যে সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে।

 

অর্থ মন্ত্রণালয় বলেছে, সেমিনার বা ওয়ার্কশপে যারা সহায়তা করবেন (সহায়ক কর্মচারী) তারা কোনো সম্মানী ভাতা পাবেন না। প্রবন্ধ উপস্থাপক এবং সঞ্চালক সম্মানী ভাতা পাবেন না। এছাড়া সেমিনার বা কর্মশালায় অংশগ্রহণকারীরা অর্ধেক ভাতা পাবেন।

অর্থ মন্ত্রণালয় বলেছে, এ খাতে কৃচ্ছ্রসাধনের ফলে চলতি অর্থবছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে।

এর আগে সরকারি চাকরিজীবীদের প্রশিক্ষণ খাতে ব্যয় হ্রাস, নতুন করে গাড়ি ক্রয় না করা ও বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করার পদক্ষেপ নিয়েছিল অর্থবিভাগ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন