চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ লক্ষ টাকা মূল্যের ১ কেজি ৭৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। রোববার (২২আগষ্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে চকপাড়া সীমান্তের ৩০ গজ বাংলাদেশের ভেতরে নামোচকপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি।
অপরদিকে রোববার সকাল ৭টার দিকে আজমতপুর সীমান্তে হুদমাপাড়া বাজার এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১টি রাম দা,২টি ছোরা, ১টি সড়কি,১টি তারকাটা কাটার প্লাস,১টি লোহা ওঠানো প্লাস ও ১টি লোহার রড জব্দ করে বিজিবি। কিন্তু এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যাক্তি পালিয়ে যায়। এর আগে গত শনিবার (২১আগষ্ট) বিকেল পৌনে ৪টার দিকে কিরণগঞ্জ সীমান্তের জমিনপুর গ্রামে একটি মালিকবিহীন গরু উদ্ধার করে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা বলেন, এসব অভিযানের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন