হবিগঞ্জের নবীগঞ্জে টাকা ফেরত পেতে আদালতের মাধ্যমে লিগ্যাল নোটিশ! টাকা না পেলে মামলার প্রস্তুতি

বুলবুল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে:-

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে ৫ বিঘা জমির মাটি ক্রয় করার ৫ লক্ষ টাকার চেক ব্যাংকে ডিজনার হওয়ায় টাকা ফেরত পেতে আলী হোসেন নামে জনৈক ব্যাক্তির বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগে প্রেক্ষিতে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র আলী হোসেন ও একই গ্রামের মইন উদ্দিনের পুত্র লুৎফুর রহমান এর কাছে ৬ মাস পূর্বে বিবিয়ানা গ্যাস ফিল্ডে নিয়োজিত মীর আক্তার কোম্পানী ৫ বিঘা জমির মাঠি ৭লক্ষ টাকা দিয়ে তাদের কাছ থেকে মাটি ক্রয় করেন। পরবর্তীতে আলী হোসেন দুই চেকে লুৎফুর রহমানকে দুই লক্ষ টাকা পরিশোধ করে ৫ লক্ষ টাকা দিতে টালবাহানা করেন। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তির সমন্বয়ে কয়েকবার শালিস বৈঠক হয়। অবশেষে আলী হোসেন ডাস বাংলা ব্যাংক আউশকান্দি শাখার একটি নং ৬৬৩৩৫৪ চেক গত ১৭/৬/২১ইংরেজী তারিখে আলী এন্টার প্রাইজের সাক্ষরে ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন। এই চেক নিয়ে লুৎফুর ডাস বাংলা ব্যাংক আউশকান্দি শাখায় গেলে আলী হোসেনের অনুমতি না থাকায় চেক গ্রহণ করে নি ব্যাংক কর্তৃপক্ষ। পরবর্তীতে লুৎফুর রহমান গত ৫ জুন তার নিজের একাউন্ট এক্সিম ব্যাংক নবীগঞ্জ শাখায় চেক জমা দিলে ডাস বাংলা ব্যাংক থেকে চেক ডিজনার হয়ে আসে! পরে হবিগঞ্জ জজ কোর্টের আইনজীবি মোঃ লতিফুর রহমান মাধ্যমে টাকা ফেরত পেতে লুৎফুর রহমান আদালতের মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে এক মাসের মধ্যে টাকা ফেরত না দিলে মামলা করা হবে বলে তিনি বলেন। এ ব্যাপারে ভুক্তভোগী লুৎফুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিশ্বাস করে তার কাছে আমি মাটি বিক্রি করেছিলাম। কিন্ত সে এভাবে আমার সাথে প্রতারনা করবে ভাবতে পারিনি। টাকা ফেরত না পেলে আমি মামলা করবো। এ ব্যাপারে হবিগঞ্জ জজ কোর্টের আইনজিবী মো: লতিফুর রহমান লিগ্যাল নোটিশ পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন