বাংলাদেশ মুসলিম লীগ কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক কাজী আশফাকের স্ত্রী বেগম রোকেয়া পারভীন স্বপ্না ( ৬৩), গতকাল ৩ জুলাই বিকেল সাড়ে তিনটায় করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ এশা জানাজা শেষে চুয়াডাঙ্গা স্থানীয় কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র,এক কন্যা, এক নাতি, এক নাতনী, সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, মরহুমা, বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি সাবেক মন্ত্রী কাজী আবদুল কাদেরের ভ্রাতুষ্পুত্রবধু।
বাংলাদেশ মুসলিম লীগের সহসভাপতি অধ্যাপক কাজী আশফাক এর স্ত্রী রোকেয়া পারভীন স্বপ্না(৬৩) এর ইন্তেকালে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি সাবেক এমপি এডভোকেট বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আবদুল আজিজ হাওলাদার স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, শেখ আব্দুল কাইয়ুম যশোরী,অতিরিক্ত মহাসচিব হাসান সালাম, আকবর হোসেন পাঠান,কেন্দ্রীয় নেতা তারেক জমির সজীব ও ইঞ্জিনিয়ার ওসমান গণি এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন কাজী আশফাক এর স্ত্রীর ইন্তেকালে আমরা গভীর ভাবে মর্মাহত। মরহুমা ছিলেন এলাকার গরীব দুঃখী মানুষের আপনজন। সবার বিপদে, দুঃসময়ে তিনি পাশে দাড়াতেন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা এবং আল্লাহ যেন তার পরিবারকে এই শোকের সময় ধৈর্য্য ধারণ করার তৌফিক দিন। আল্লাহ যেন মরহুমাকে জান্নাতবাসী করেন এই দোয়া করি।
বাংলাদেশ মুসলিম লীগ ( বি এম এল) মহাসচিব এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী সহসভাপতি অধ্যাপক কাজী আশফাকের স্ত্রী রোকেয়া পারভীন স্বপ্নার ইন্তেকালে শোক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন