জিবিনিউজ 24 ডেস্ক //
মডেলিং দিয়ে শুরু করা রাশমিকা মান্দানা এখন দক্ষিণী সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী। গুগলে ‘ন্যাশনাল ক্রাশ’ সার্চ দিলে সেখানে রাশমিকার নাম প্রথমে আসে। আর সেই রাশমিকাই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার।
এর কারণ তিনি নিজেই। নিজেরই একটি ভুলের কারণে এবার হাসির খোরাকে পরিণত হলেন মিষ্টি হাসির এই অভিনেত্রী।
একটি ভিডিওতে দেখা গেছে, মাস্ক পরেননি বলে নিজের হাত দিয়ে মুখ ঢাকছেন রাশমিকা। সেই মুহূর্তের ভিডিও পাপারাজ্জি হয়ে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনরা একহাত নিচ্ছেন রাশমিকার। অনেকের মতে, রাশমিকা ওভার অ্যাক্টিং করছেন! কেউ তাকে ‘ওভার অ্যাক্টিংয়ের দোকান’আখ্যা দিচ্ছেন। আবার কেউ ‘দুর্বল স্ক্রিপ্টে’ বিষয়টি রাশমিকার অভিনয় বলে তাকে আক্রমণ করেছেন।
ভিডিওতে দেখা গেছে, গাড়ি থেকে নামার সময় ভুলে মাস্ক না পরেই হাঁটা শুরু করেন রাশমিকা। বিষয়টি টের পেয়ে তড়িঘড়ি করে হাত দিয়েই মুখ ঢাকার চেষ্টা করেন তিনি। এ সময় তার সহকারী গাড়ির ভেতর থেকে মাস্ক বের করে দেন তাকে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন