ছাতক প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

gbn

আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে

মহামারি করোনাভাইরাস সংক্রমণরোধে ছাতক প্রেসক্লাবের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। 

বুধবার দুপুর ও সন্ধ্যায় ছাতক পৌরশহর, গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় পৌর সচিব থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনীতিবীদ, পথচারী, সিএনজি অটো রিকশা চালক, ট্রাক চালক, রিকশা চালক, দিন মজুর, রেস্টুরেন্টের মহাজন-কর্মচারীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও করোনা ভাইরাস থেকে নিজেদের নিরাপদ রাখতে ১২শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

ছাতক প্রেসক্লা‌ব সভাপ‌তি আলহাজ্ব গিয়াস উ‌দ্দিন তালুকদারের নেতৃত্বে ও তার অর্থায়‌নে মাস্ক বিতরণীতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাঈদ আহমদ, সদস্য নাজমুল ইসলাম, মুশাহিদ আলী, আরিফুর রহমান মানিক, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ। করোনা সংক্রমনরোধে সরকারের সকল বিধিনিষেধ মেনে চলতে সকলের প্রতি আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দরা। সচেতনামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ শেষে প্রেসক্লা‌ব সভাপ‌তি আলহাজ্ব,গিয়াস উ‌দ্দিন তালুকদার বলেন, করোনা মহামারি সংক্রমন প্রতিরোধে আমাদের প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মানতে হবে সরকারের সকল বিধি নিষেধ। সরকারের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য এবং অসহায় মানুষের দু:খ লাঘবে সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন