জিবিনিউজ 24 ডেস্ক //
চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে। বিষয়টি তিনি নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান। ঘটনার দিন অভিযোগ জানাতে অভিনেত্রী বনানী থানায় যান। তার অবস্থা খারাপ দেখায় পুলিশ সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান বলে গণমাধ্যমে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া।
পরীমনি বলেন, ‘গত চার দিন আগে ভোর বেলার দিকে আমি বনানী থানায় গিয়েছিলাম। সেখানে এক দায়িত্বরত পুলিশের সঙ্গে কথা বলি। আমার কথাবার্তা শুনে ওই পুলিশ কর্মকর্তা আমাকে বলেন আপনি শান্ত হোন, বাসায় যান, সকাল দশটায় ওসি সাহেব এলে বিষয়টি জানানো হবে।’
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া গণমাধ্যমে বলেন, ‘পরীমনি কয়েকদিন আগে ভোর বেলায় বনানী থানায় আসেন। সেখানে তিনি ডিউটি অফিসারের সঙ্গে কথা বলেন। কিন্তু তাকে অসুস্থ অবস্থায় দেখা যায়।’
নুরে আজম আরো বলেন, ‘বনানী থানার পুলিশ কর্মকর্তারা তাকে নিরাপত্তা দিয়ে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। এরপ সুস্থ হলে থানায় আসতে বলা হলেও তিনি আর যোগাযোগ করেননি।’
প্রসঙ্গত, রোববার (১৩ জুন) সন্ধ্যায় পরীমণি তার ফেসবুক পেজে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন। এরপর এক সাংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত ঘটনা তুলে ধরেন।
তিনি জানান, বুধবার রাত পৌনে ১১টার দিকে তার এক বন্ধু (অমি) বাসায় আসেন। বাসা থেকে তাকে ট ক্লাবে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন জিমি (ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী)। বোট ক্লাবে যাওয়ার পর সেখানে সাত/আটজনের একটা গ্রুপ ছিল। তাদের মুরব্বি ছিলেন নাসির উদ্দিন (নাসির ইউ মাহমুদ)। তিনি বোর্ড ক্লাবের চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন।
পরী বলেন, ‘নাসির উদ্দিনসহ (নাসির ইউ মাহমুদ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী) উপস্থিত সাত/আটজন আমাকে বিভিন্নভাবে হেনস্তা করতে থাকে। আমাকে আটকে ফেলে। জোর করে নেশাজাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করার চেষ্টা করে। জিমিকে মারধর করা হয়। অশ্লীল নানা কথাবার্তা বলা হয়। মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।’

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন