জিবিনিউজ 24 ডেস্ক //
ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা পরীমনি। সৌন্দর্য আর গ্ল্যামারের শক্তিতে তিনি জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে। বর্তমান সময়ে দেশের প্রায় সব জনপ্রিয় নায়কের সঙ্গে অভিনয় করেছেন পরীমনি।
তবে এবার পরীমনিকে দেখা যাবে একজন জ্যেষ্ঠ অভিনেতার বিপরীতে। তিনি তারিক আনাম খান। দেশের অভিনয় জগতের অন্যতম নক্ষত্র তিনি।
জানা গেছে, চয়নিকা চৌধুরীর নির্মিতব্য সিনেমা ‘অন্তর্জাল’-এ তারিক আনাম খানের স্ত্রীর ভূমিকায় থাকছেন পরী।
ওয়েব প্ল্যাটফর্মের জন্য ‘অন্তর্জাল’ নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এতে পরীমনির অভিনয়ের বিষয়টি তিনি কয়েক দিন আগেই নিশ্চিত করেছেন। এবার জানালেন তারিক আনাম খানের কথা। ধীরে ধীরে অন্যান্য চরিত্রগুলোও সামনে আনবেন তারা।
তারিক আনাম খানকে নির্বাচিত করার বিষয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘গল্পে পরীমনির চরিত্রের নাম অর্পিতা। তার স্বামী চরিত্রে দেখা যাবে তারিক আনাম খানকে। উনার চরিত্রের নাম জসিম। এই চরিত্রটি নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম। কারণ চলচ্চিত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। মূলত জসিম বনেদি পরিবারের মানুষ, ব্যবসায়ী। চরিত্রটিতে তারিক ভাইকে পেয়ে খুবই ভালো লাগছে।’
প্রসঙ্গত, ‘অন্তর্জাল’ ওয়েব ফিল্মটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। এটি প্রযোজনা করছেন কাজী রিটন। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন