জুয়া খেলার অপরাধে বিভিন্ন মেয়াদে নবীগঞ্জে ৮জনের সাজা দিলেন ইউএনও

বুলবুল আহমদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ- নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাও ও বাউসা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (১০ জুন) রাতে অভিযান চালিয়ে বাউসা ইউনিয়নের বাউসা বাজার থেকে ৪ জন ও বড়গাও থেকে ৪জনকে  নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাতেনাতে জুয়া খেলার সামগ্রীসহ আটক করেন। এ সময় দোকানে জুয়া খেলার জায়গা করে দেওয়ার অপরাধে পানিউমদা ইউনিয়নের বড়গাও গ্রামের আজগর আলীর পুত্র রুস্তুম আলী (৪০)কে ২ মাসের জেল প্রদান করেন। এছাড়া একই গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র মহিউদ্দিন আহমদ (৪২), মৃত আছকির মিয়ার পুত্র মোছাব্বির হোসেন, মৃত আব্দুস সত্তারের পুত্র শফিকুল ইসলাম (৪৫), বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র আব্দুর রব মিয়া (৩৫), একই গ্রামের সফিক মিয়ার পুত্র শওকত আলী (২৮), সিদ্দিকুর রহমানের পুত্র শাফিজুল ইসলাম (২৮), মৃত রঙ্গিলা মিয়ার পুত্র শামীম মিয়া (২৬)কে  প্রকাশ্য জুয়ার আইন ১৮৬৭ এর ৩ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২)  অনুযায়ী দোষী সাব্যস্ত করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন। জুয়া খেলা সহ অপরাদ মূলক খেলায় ধরা পড়লে শাস্তি কারাদন্ড হতে পারে। তবে, খেলার জন্য স্থান দিলে শাস্তি অবধারিত। 

জানাযায়, জুয়া, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সামাজিক অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। আইন শৃঙ্খলা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন সর্বদা প্রস্তুত নবীগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন