সিলেটের বিশ্বনাথে ইউকে জিপি পদ্ধতির স্বাস্থ্যসেবা দেবে নিউলাইফ মেডিক্যাল সার্ভিস

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় ইউকের জিপি পদ্ধতির স্বাস্থ্যসেবা দিতে এগিয়ে এসেছে ব্রিটিশ বাংলাদেশি প্রফেশনালদের সমন্বয়ে গঠিত নিউলাইফ মেডিক্যাল সার্ভিস। গত ৭ জুন সোমবার লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাথে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।

পুর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সন্ধ্যা ৭ টায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিউলাইফ মেডিক্যাল সার্ভিসের ডাইরেক্টর এ এডভাইজাররা। এবা হলেন, ডাক্তার এম মিজানুর রহমান ছমির, ডাক্তার আব্দুর রহিম, ডাক্তার আলী আহমদ শোয়েব, ডাক্তার আবু তাহের মোঃ বাহার, আব্দুল হামিদ ও আকতারুজ্জামান। চ্যারিটি সংস্থা “বাংলাদেশ হেল্থ এসিটেন্স ফান্ড” এর পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শোয়েব সেমিম।

উল্লেখ্য নিউলাইফ মেডিক্যাল সার্ভিস বাংলাদেশি অরিজিন হেল্থ প্রফেশনালদের সমন্বয়ে ২০২০ সালে কাজ শুরু  করে। এটি হচ্ছে একটি ইন্টারন্যাশনাল সোস্যাল এন্টারপ্রাইজ। তাদের লক্ষ্য হচ্ছে ইউকে জিপি পদ্ধতির সেবা বাংলাদেশে পৌঁছে দেয়া। এই লক্ষ্যকে সামনে রেখে তাদের প্রথম মেডিক্যাল সার্ভিস সিলেটের বিশ্বনাথে শুরু  করতে যাচ্ছে। এই মেডিক্যাল সেন্টারে সেবা গ্রহীতা গরিব রোগীদের ব্যায় ভার বহন করবে ইউকে ভিত্তিক চ্যারিটি সংস্থা ” বাংলাদেশ হেল্থ এসিস্টেন্ট ফান্ড”। নিউলাইফ মেডিক্যাল সার্ভিস সিলেটে আরোও শাখা খোলার আশা পোষন করে। তাছাড়া নিউলাইফ ক্লিনিকের ডাক্তারদেরকে লন্ডনের মেডিক্যাল টিম প্রশিক্ষণ অব্যাহত রাখবে।

নিউলাইফ মেডিক্যাল সার্ভিসের এমন যুগান্তকারী পদক্ষেপের প্রশংসা করে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন, গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ার ব্যারিস্টার আতাউর রহমান, ভাইস চেয়ার মির্জা আসহা বেগ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ইউক’র সেক্রেটারি ডা: জিয়াউল হক, ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, ব্যারিস্টার আবুল কালাম ও নিউহ্যাম কাউন্সিলের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নজির আহমদ। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে প্রজেক্টের সাফল্য কামনা করে মোনাজাত করেন শায়েখ আব্দুর রহমান মাদানী।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন