গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জ থেকে মোঃ রুহেল আলম(৩২) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে সিলেট র্যাব-৯। গত শনিবার (৫ জুন) রাত ৭টায় উপজেলার ভাদেশ^র বাজারের রাজমহল সম্মুখ থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রুহেল আলম(৩২) মৌলভী বাজারের বড়লেখার থানার পাকশাইল গ্রামের হাছন আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-১(সিলেট ক্যাম্প)এর একটি চৌকস
আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, সিনিঃ এএসপি ওবাইন, এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে আভিযানিক বিশেষ টিম উপজেলার ভাদেশ^র এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) এ, কে, এম, কামরুজ্জামান এএসপি জানান, গ্রেফতারের পর লিটন মিয়াকে মৌলভীবাজাওে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন