চাঁপাইনবাবগঞ্জ রেল ষ্টেশনে ম্যাংগো স্পেশাল ট্রেনের সময় জটিলতা

gbn


জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী সদ্য চালু হওয়া ম্যাংগো স্পেশাল ট্রেনে আমসহ পার্শ্বেল বুক  এবং লোড-আনলোড সময় নিয়ে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। এরই জেরে গত বুধবার(২’জুন) ট্রেনটি আম ব্যবসায়ীদের বাধার মূখে আড়াই ঘন্টা বিলম্বে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিয়াকত আলী শেখের হস্তক্ষেপে চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন ছেড়ে যায়। এই সময় প্রায় শতাধিক আম ব্যবসায়ীা ইঞ্জিনের সামনে রেল লাইনে অবস্থান নিয়ে ট্রেনটি ছাড়তে দেয় নি।  আর বৃহস্পতিবার(৩’জুন) বিকেলে ২০ মিনিট বিলম্বে ট্রেনটি ষ্টেশন ছাড়ে।
গত ২৭মে প্রধানমন্ত্রী টেনটি উদ্বোধনের সময় থেকেই এটি ‘সিডিউল মেইনটেন’ জটিলতায় ভূগছে। উদ্বোধনের দিন থেকে চারদিন একটি টেনই যাতায়াত করলেও গত ৩১মে থেকে দুটি ট্রেন দেযা হয়েছে। একটি যাবার জন্য ও একটি আসার জন্য। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর ষ্টেশন থেকে ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন হয়ে ঢাকাগামী ট্রেনটি তবুও সিডিউল মেইনটেন করতে পারছে না। রেলের প্রকাশিত সময়সূচী অনুযায়ী রহনপুর ষ্টেশন থেকে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন পৌঁছে বিকেল সাড়ে ৩টায়। আবার মাত্র আধা ঘন্টা পর মালবাহী ট্রেনটি বিকেল ৪টার সময় এটি ঢাকার উদ্দেশ্যে ষ্টেশন ছেড়ে যায়। এই আধা ঘন্টার মধ্যেই ট্রেনে আমসহ সকল পণ্যের ঝুড়ি বা কার্টন বা পণ্যটি মালগাড়িতে উঠিয়ে দিয়ে কাগজসহ গার্ডকে বুঝিয়ে দিতে হবে।
ষ্টেশনের কুলি সর্দার আব্দুল গফুর বিষয়টি প্রায় অসম্ভব বলে দাবী করেন। ষ্টেশনে রেলওয়ের তালিকাভুক্ত কুলি রয়েছেন ১৭ জন। এত অল্প সময়ে সকল মাল গাড়িতে উঠিয়ে সকল প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত সমস্যার বলে স্বীকার করেছেন ভারপ্রাপ্ত ষ্টেশন মাষ্টার ওবাইদুল্লাহ। এমতাবস্থায় সংশ্লিস্ট সকলের বক্তব্য গাড়িটি ষ্টেশনে যদি আর কিছু সময় বেশী থাকত তবে চলমান লকডাউনে আমের ভরা মৌসুমে বিশেষ করে দ্রত পচনশীল কাঁচামাল আমের ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হতেন।
অনলাইনে আম ব্যবসায়ী উদ্যেক্তা তানজিলা বেগম, স্বল্প খরচের আম গাড়িটি দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে  বলেন, যেখানে বিকেল ৩টা পর্যন্ত বুকিং নেয়া হত সেখানে গত বুধবার বিনা নোটিশে তা কমিয়ে দুপুর ১ টা করা হয়। এতে অনেকই বুক দিতে ব্যর্থ হন। এদিকে বুক নেয়ার পরও সীমিত জনবলে করোনা পরিস্থিতিতে অনেক কাজ সম্পন্ন করে বিকেল চারটার মধ্যে মাল গাড়িতে উঠিয়ে গার্ডকে বুষিয়ে দেয়া কষ্টকর বলে জানান ষ্টেশন মাষ্টার। তবে তিনি বলেন, বৃহস্পতিবার থেকে বুকিং সময়সুচী দুপুর আড়াইটা কওে নোটিশ টাঙ্গানো হয়েছে। তিনি আরও বলেন, এদিন প্রায় ১৬ হাজার কেজি আম গাড়িতে ওঠানো সম্ভব হয়েছে। এদিকে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, ম্যাংগো ট্র্রেনের সমস্যার বিষয়টি যথাযথ উর্ধতণ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।   ###
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন