জুড়ী প্রতিনিধি //
মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন ট্রাক ও ট্যাংকলরী, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন-২৪০৩ এর আওতাধীন জুড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৭ নভেম্বর। ১৩টি পদে ২৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন। প্রতীক বরাদ্ধ পেয়েইে প্রার্থী ও তাদের সমর্থকরা প্রচারণায় নেমেছেন।
সভাপতি পদে সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বনমালি (চেয়ার), মোঃ ফারুক মিয়া (আনারস) ও আব্দুস সহিদ (ছাতা)। কার্যকরি সভাপতি পদে কামাল আহমদ (বাইসাইকেল) ও নিজুল আহমদ (বাসগাড়ি)। সহ-সভাপতি পদে হাবিব মিয়া (গরুরগাড়ি), শামীম আহমেদ (অটোরিক্সা) ও বদরুল ইসলাম (কাপ প্লেইট)। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আজিজুর রহমান (দোয়াতকলম) এবং সাবেক চারবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য মোঃ কামরুল হাসান (মোরগ)। যুগ্ম সম্পাদক পদে বর্তমান যুগ্ম সম্পাদক মোঃ লোকমান খাঁন (হরিণ) ও টিপু মিয়া (বাঘ)। সহ সম্পাদক পদে ইসলাম উদ্দিন (আম) ও লুৎফুর রহমান লুজু (মোমবাতি)। সাংগঠনিক সম্পাদক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন (হাতি) ও মুহিবুল ইসলাম (ঘোড়া)। প্রচার সম্পাদক পদে মোঃ আলমগীর (বাল্ব), বদরুল ইসলাম আনু (গোলাপ ফুল) ও সেলিম রানা (ডিশ এন্টিনা)। দপ্তর সম্পাদক পদে খাইরুল ইসলাম (কলস) ও জুয়েল আহমদ (কবুতর)। অর্থ সম্পাদক পদে আব্দুল মুক্তাদির (তালাচাবি) ও পাবেল মিয় (চশমা)। কার্যনির্বাহী সদস্য তিনটি পদে মোঃ ফয়াজ মিয়া (তলোয়ার), আহাদ মিয়া (টেবিল ফ্যান), আব্দুল কুদ্দুছ (কুড়াল) ও রাসেল আহমদ (বন্দুক) ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। শ্রম কল্যাণ সম্পাদক পদে মোঃ কবির মিয়া এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ সোহেল মিয়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
 
নির্বাচনে জুড়ী উপজেলার ৬টি ইউনিয়ন এবং বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ও সুজানগরসহ ৮টি ইউনিয়নের মোট ভোটার ৭৬৩ জন।
সংগঠনের জেলা কমিটির সভাপতি মোঃ আজাদুর রহমান অদুদ ও সাধারণ সম্পাদক মোবারক মিয়া মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ২৮ সেপ্টেম্বর জুড়ী উপজেলা কার্যকরি কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
সেই সাথে নির্বাচনকালীন সময়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করার জন্য জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেনকে আহবায়ক, সোহেল আহমদকে সদস্য সচিব এবং দেলোয়ার হোসেন, নুরুল ইসলাম ও মুজিবুর রহমানকে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়।
 
                            
                            
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন