হাড্ডাহাড্ডি লড়াই, জমে উঠেছে নিউইয়র্ক মেয়র নির্বাচন

gbn

নিউইয়র্ক সিটির মেয়র পদের লড়াই ক্রমেই তীব্র হয়ে উঠছে। সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোমের চেয়ে মাত্র ১০ পয়েন্টে এগিয়ে আছেন। কুমোর দ্রুত অগ্রগতি এই প্রতিদ্বন্দ্বিতাকে আরো অনিশ্চিত করে তুলেছে।

আগাম ভোটকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

অনেক ভোটকেন্দ্রে ৫০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করার খবর পাওয়া গেছে। প্রথম চার দিনে প্রায় ৩ লাখ ভোটার ভোট দিয়েছেন, যা ২০২১ সালের মেয়র নির্বাচনের আগাম ভোটের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

 

কুইনিপিয়াক ইউনিভার্সিটির বুধবার প্রকাশিত জরিপ অনুযায়ী, মামদানি পেয়েছেন ৪৩ শতাংশ সমর্থন, কুমো পেয়েছেন ৩৩ শতাংশ, কার্টিস স্লিওয়া রয়েছেন ১৪ শতাংশ। অন্যদিকে ৬ শতাংশ ভোটার এখনো অনিশ্চিত।

গত ৯ অক্টোবরের জরিপে মামদানির সমর্থন ছিল ৪৬ শতাংশ।

 

জরিপের সহকারী পরিচালক মেরি স্নো বলেন, ‘প্রার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেছেন, আগাম ভোটও শুরু হয়েছে। জোহরান মামদানি অ্যান্ড্রু কুমোর থেকে ১০ পয়েন্টে এগিয়ে থাকলেও কার্টিস স্লিওয়া অনেকটাই পিছিয়ে আছেন। তবে যারা এখনো সিদ্ধান্ত নেননি, তাদের সংখ্যা কিছুটা বেড়েছে, শেষ মুহূর্তে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

 

এর আগে সাফল্ক ইউনিভার্সিটি বোস্টন প্রকাশিত জরিপেও মামদানি কুমোর চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে ছিলেন। তবে এক মাস আগেও এই ব্যবধান ছিল ২০ পয়েন্ট। 

কুইনিপিয়াক জরিপে ভোটাররা জানিয়েছেন, তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অপরাধ দমন, সাশ্রয়ী আবাসন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবা। জরিপে ৯১১ জন ভোটার অংশ নিয়েছেন।

অন্যদিকে, প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান উপেক্ষা করে কার্টিস স্লিওয়া বলেছেন, ‘আমি সরে দাঁড়াচ্ছি না... এমনকি যদি একটি ট্রাক আমাকে ধাক্কা দেয় তবু আমি ব্যালটে থাকব।

 

বুধবার স্টেটেন আইল্যান্ডে রিপাবলিকান ভোটারদের মন জয় করতে ছুটে যান অ্যান্ড্রু কুমো ও কার্টিস স্লিওয়া। কুমো যুক্তি দেন, ‘স্লিওয়াকে দেওয়া ভোট আসলে মামদানিকেই জেতাবে।’ কুইনিপিয়াক জরিপ অনুযায়ী, রিপাবলিকান ভোটারদের মধ্যে কুমো সামান্য এগিয়ে আছেন, ৪৫ শতাংশ বনাম ৪৪ শতাংশ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন