তানজানিয়া নির্বাচন ঘিরে বিক্ষোভে ‘নিহত অন্তত ৭০০’

gbn

তানজানিয়ায় তিন দিনের নির্বাচন-পরবর্তী বিক্ষোভে ‘প্রায় ৭০০ জন’ নিহত হয়েছে বলে প্রধান বিরোধী দল চাদেমা শুক্রবার এএফপিকে জানিয়েছে।

দলের মুখপাত্র জন কিতোকা জানান, বিক্ষোভকারীরা শুক্রবার অর্থনৈতিক রাজধানী দার এস সালামের সিটি সেন্টারের দিকে মিছিল করছিলেন।

তিনি বলেন, ‘আমরা যখন কথা বলছি, তখন দার এস সালামে মৃত্যুর সংখ্যা প্রায় ৩৫০ এবং মওয়ানজাতে ২০০-এর বেশি। দেশের অন্যান্য স্থানের সংখ্যা যোগ করে, মোট সংখ্যা প্রায় ৭০০।

 

একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, তারাও একই ধরনের সংখ্যা শুনছে এবং এই সংখ্যাগুলো তানজানিয়ান সেনাবাহিনীর মধ্যেও প্রচারিত হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারা অন্তত ১০০ জন নিহত হওয়ার তথ্য পেয়েছে।

কিতোকা বলেন, চাদেমা দলের সদস্যরা হাসপাতাল এবং স্বাস্থ্য ক্লিনিকগুলোতে গিয়ে ‘লাশ গণনা’ করে তাদের এই সংখ্যা সংগ্রহ করেছে। এএফপি যখন একাধিক হাসপাতাল ও স্বাস্থ্য ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করে, তখন তারা কথা বলতে ভয় পাচ্ছিল।

 

কিতোকা বলেন, ‘সরকারের কাছে আমাদের বার্তা হলো, আমাদের বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ করুন। পুলিশের বর্বরতা বন্ধ করুন। জনগণের রায়, যা হলো নির্বাচনী ন্যায্যতা, তার প্রতি সম্মান দেখান।’

তিনি আরো যোগ করেন, ‘সেখানে কোনো নির্বাচনই হয়নি।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করতে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার দরকার।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন