জিবিনিউজ 24 ডেস্ক //
আগামী ২ জুন শুরু হচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর ১০ মাঠে গড়াবে ইংল্যান্ড নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। এজবাস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমোদন দেয়া হচ্ছে। এর ফলে প্রায় ১৭ হাজার দর্শক মাঠে বসে ইংল্যান্ড নিউজিল্যান্ডের এই টেস্ট ম্যাচটি মাঠে বসে দেখতে পারবেন। মাঠে দর্শক ফেরাতে দ্বিতীয়বারের মতো এই পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ইংল্যান্ড।
এদিকে লর্ডসে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। এর ফলে ৭০০০ দর্শক এক সঙ্গে মাঠে বসে খেলা দেখতে পারবেন। এজবাস্টন টেস্টের শুধু দুই দিন দর্শকরা খেলা দেখতে পারবেন। এর মধ্যে ১০ জুন টেস্টের প্রথম দিন ও ১৪ জুন ম্যাচটির শেষ দিন ১৭ হাজার দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেয়া হচ্ছে।
ওয়ারউইকশায়ারের হোম গাউন্ড এজবাস্টন। তারা ইতোমধ্যে দর্শক প্রবেশের অনুমতি দেয়ার জন্য স্থানীয় সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। অনুমতি পেলেই মাঠে দর্শকদের জন্য টিকেট সরবরাহ করা হবে বলে জানিয়েছে এই কাউন্টি ক্লাবটি।
২০২০ সালের গ্রীষ্মের সব ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজন করেছে ইংল্যান্ড। সর্বশেষ ২০১৯ সালের অ্যাশেজে দর্শকপূর্ণ স্টেডিয়ামে খেলেছিল ইংল্যান্ড। এদিকে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে ও মিডল সেক্সের মধ্যকার ম্যাচটিতে ৪ হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন