১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

gbn

ইনিংসের শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করলেন তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। তাতে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে দুজন আউট হতেই হার নিশ্চিত বাংলাদেশের।

চট্টগ্রামে ১৬ রানে হারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের।

এর আগে রেকর্ড ১৬৬ রান তাড়া করতে নেমে ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। যদিও শুরুর ইঙ্গিতটা ভালো দিয়েছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তবে জেডন সিলসের পেস আর আকিল হোসেনের স্পিনবিষের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ।

 

দলীয় ৭৭ রানে যে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

এতে বড় জয়ের স্বপ্ন দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সপ্তম উইকেটে ২৩ বলে ৪০ রানের জুটি গড়ে বাংলাদেশের দিকে জয়ের পাল্লা ভারী করেছিলেন তানজিম সাকিব ও নাসুম। কেননা একটা সময় ২৪ বলে ৪৭ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। আধুনিক যুগের টি-টোয়েন্টিতে খুব একটা কঠিন ছিল না সমীকরণ মেলানো।

 

তবে নাসুমের ২০ রানের বিপরীতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে তানজিম সাকিব আউট হতেই ম্যাচও শেষ হয়। শেষ দুই ব্যাটার তাসকিন আহমেদ (১০) ও মুস্তাফিজুর রহমান (১১*) ছোট দুটি ইনিংস খেলে পরাজয়ের ব্যবধানটুকু শুধু কমান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন সিলস ও জেসন হোল্ডার।

এর আগে শেষ দিকে ঝড় তুলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার শাই হোপ ও রোভম্যান পাওয়েলও। চতুর্থ উইকেটে ৮৩ রানের অপরাজিত জুটি গড়ে ক্যারিবিয়ানদের ১৬৫ রানের সংগ্রহ এনে দেন তারা।

পাওয়েলের ৪৪ রানের বিপরীতে ৪৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হোপ। এ ছাড়া দুই ওপেনার অ্যালিক আথানাজে (৩৪) ও ব্র্যান্ডন কিংও (৩৩) দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলে অবদান রাখেন। ওয়েস্ট ইন্ডিজের আউট হওয়া তিন ব্যাটারের ২ জনকে শিকার করেন তাসকিন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন