মৌলভীবাজারের আলোচিত জোড়া খুনের আরেক আসামি ৪ বছর পর গ্রেফতার

gbn

এস এম ফজলুঃ

মৌলভীবাজার সরকারি স্কুল মাঠে চাঞ্চল্যকর শাবাব-মাহি হত্যাকান্ডের আসামি ফাহিম মুনতাসিরকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। ২২ মে শনিবার রাতে নবীগঞ্জ থেকে তাকে আটক করে পিবিআই। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করে বলেন, চার্জশিট থেকে আসামিকে বাদ দেয়ায় মামলা বাদিনী আদালতে নারাজি দিয়েছেন। আমরা তদন্ত করে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আটক করেছি। মামলার তদন্তের জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ আদালতে তার রিমান্ড চাইবে। আশাকরি দ্রুত সময়ে মামলাটির চুড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে। এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর সন্ধ্যায় শাবাব ও মাহিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাস এলাকায় ডাকা হয়। সেখানে শাবাব ও মাহিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় ঘটনাস্থলে থাকা শাবাব-মাহির বন্ধুরা ও পথচারীরা গুরুতর অবস্থায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শাবাবের মা সেলিনা রহমান চৌধুরী মৌলভীবাজার মডেল থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, লোমহর্ষক এ হত্যাকান্ডের প্রায় ১ বছর পর আদালতে চার্জশিট দায়ের করেন মডেল থানার তৎকালীন ওসি সোহেল আহাম্মদ। তিনি ২ জনকে বাদদিয়ে ১০ জনকে আসামি করে চার্জশিট জমা দেন। কিন্তু ২ আসামীকে চার্জশিটের অন্তর্ভুক্ত না করায় বাদীর নারাজির প্রেক্ষিতে মামলাটি পূণতদন্তের জন্য পিবিআইতে প্রেরণ করেন বিজ্ঞ আদালত।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন