যুক্তরাজ্য-কানাডায় বাংলাদেশিদের জন্য ২টি সুখবর

gbn

জিবি নিউজ24ডেস্ক//

বাংলাদেশি নাগরিক ও প্রবাসীদের জন্য যুক্ত হলো দুটি বড় সুখবর। যুক্তরাজ্য বাংলাদেশিদের জন্য আবারও চালু করেছে অগ্রাধিকার বা প্রায়োরিটি ভিসা সেবা, অন্যদিকে কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এখন থেকে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা গ্রহণ করতে পারবেন।

 

 

 

যুক্তরাজ্যে অগ্রাধিকার ভিসা সেবা

অন্যদিকে, যুক্তরাজ্যে ভ্রমণ, পড়াশোনা বা কাজের জন্য ভিসা আবেদনকারী বাংলাদেশিদের জন্য চালু করা হয়েছে প্রায়োরিটি ভিসা সেবা। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন জানায়, এই সেবার আওতায় আবেদনকারীরা মাত্র পাঁচ কর্মদিবসের মধ্যে ভিসা পেতে পারবেন। তবে এ সুবিধা নিতে হলে নিয়মিত ভিসা ফি’র পাশাপাশি অতিরিক্ত ৫০০ পাউন্ড প্রদান করতে হবে।

 

 

ব্রিটিশ হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ভিসা প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত তথ্য যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

কানাডায় এনআইডি ও ভোটার নিবন্ধন

 

বাংলাদেশ নির্বাচন কমিশন প্রথমবারের মতো কানাডায় প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

 

সিইসি বলেন, “গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের যেকোনো প্রান্তেই থাকুক না কেন প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাদের সরাসরি অংশগ্রহণ অপরিহার্য।”

 

 

এ সময় কানাডায় বসবাসরত কয়েকজন প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেওয়া হয়। অটোয়া ছাড়াও টরন্টোতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকেও এ সেবা নেওয়া যাবে। প্রবাসীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন