মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার জেলার কৃষি খাস জমি বন্দোবস্তের দলিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । গতকাল ( ১৪ সেপ্টেম্ভর) রোববার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোছাঃ শাহীনা আক্তারের সভাপতিত্বে দলিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলিন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। এ সময় জেলার ৬৭ জন ভূমিহীন পরিবার তাদের জমির দলিল বুঝে নেন। এই কার্যক্রম অব্যাহত আছে। জেলার ৭ টি উপজেলার মানুষ এই সহায়তা পান জেলা প্রশাসকের কাছ থেকে। প্রতিজন ৫ শতক থেকে ১৫ শতক জমির দলিল বুঝে নেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন