মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে “ প্রযুক্তির যুগে স্বাক্ষরতার প্রসার, এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ পালিত হয়েছে। গত (৮ সেপ্টেম্বর) সোমবার এ উপলক্ষে বর্নাঢ্য র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বক্তব্যে তিনি বলেন, পৃথিবীর সব মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার প্রত্যয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই মূলত এই দিনটির প্রচলন। সাক্ষরতার হার বৃদ্ধিতে সকলকে অধিক সচেতন হতে হবে। শিক্ষক লিটন পাল এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) আসমা সুলতানা নাসরিন, জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ আনুষ্ঠানিক শিক্ষা বুরো উপ পরিচালক (ভারপ্রাপ্ত) কিশোলয় চক্রবর্তী। সভায় সরকারি কমকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, এনজিও প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষনা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি নির্ধারণ করা হয়। ১৯৬৬ সালে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। প্রতি বছর এ দিবসটি উদযাপনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন