জিবিনিউজ 24 ডেস্ক //
স্বাস্থ্যবিধি মেনে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।
বুধবার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ আহ্বান জানান।
তিনি জানান, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, আবহাওয়া অফিস ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের কোথাও আজ চাঁদ দেখা যায়নি। পবিত্র রমজান মাস ৩০ দিন অনুষ্ঠিত হবে।
শুক্রবার যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন