জন্মদিন নিয়ে আনুশকার ভিডিও বার্তা ভাইরাল

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

তারকা দম্পতি আনুশকা শর্মা-ক্রিকেটার বিরাল কোহলির সংসারে এখন চাঁদের হাট। বিয়ের পর প্রথম মাতৃত্বের স্বাধ পেয়েছেন বলিউড নায়িকা। ভামিকা পৃথিবীর আলো দেখার পর সম্প্রতি প্রথম জন্মদিন গেলো আনুশকার।

প্রতিবার ঘটা করে জন্মদিন পালন করলেও ৩৩তম জন্মবারটা সাদামাটা গেছে অভিনেত্রীর। দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছায় ভেসেছেন আনুশকা। কিন্তু পারিবারিকভাবে পালন করা হয়নি। এদিন একটা ভিডিও পোস্টে জানালেন সেই কারণ। ইনস্টাগ্রামের সেই ভিডিও এখন পর্যন্ত দেখা হয়েছে ৭০ লাখের বেশিবার।

 

‘এতো দুঃখ, জরা, হাহাকারের ভেতর এবার আমি জন্মদিন উদ্যাপন করতে পারিনি। এটা উদ্যাপনের সময় নয়। আপনাদের শুভেচ্ছাবার্তা আমার কাছে পৌঁছেছে। আপনাদের এই উচ্ছ্বাস, উদ্যাপন আমার দিনটি সুন্দর করেছে। এখন আমি আপনাদের একটি বার্তা দেব, আপনারা একটু গুরুত্ব দেবেন।’

আনুশকা জানান, ভারত স্মরণকালের সবচেয়ে ভয়ঙ্কর দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছে। এমন সময় তিনি সবাইকে ভারতের পাশে দাঁড়াতে বলেলেন। আর সে জন্য ঘরে থাকতে বললেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন