লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চার দিনে কর আদায় ১ কেটি ৫৮ লক্ষ টাকা চাঁপাইনবাবগঞ্জে আয়কর মেলা সমাপ্ত

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে চার দিনব্যাপী আয়কর মেলা মঙ্গলবার (১৯’নভেম্বর) বিকেলে শেষ হয়েছে। গত শনিবার নবাবগঞ্জ সরকারী কলেজে শুরু হওয়া এ মেলায় কর আদায় হয়েছে ১ কোটি ৫৮ লক্ষ ৪ হাজার ২২৬ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮ লক্ষ টাকা বেশি বলে জানিয়েছেন মেলা আয়োজক আয়কর সার্কেল-১৫ চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী কর কমিশনার সাদিকুল ইসলাম।
মেলায় সেবা নিয়েছেন প্রায় ৯ হাজার জন। রিটার্ন দাখিল করেছেন ৩ হাজার ৬৭৩ জন ও নতুন ই-টিআইএন রেজিষ্ট্রেশন করেছেন ২৮৮ জন। ভবিষ্যতে মেলার পরিধি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন কর কর্মকর্তারা।