চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৯

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশ গত সোমবার(১৮’নভেম্বর) রাত থেকে মঙ্গলবার(১৯’নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে একজন সাজাপ্রাপ্ত আসামী ও দুই নারী সহ ৯ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জসিম উদ্দিন বলেন, মঙ্গলবার থানা পুলিশ অভিযান চালিয়ে এন আই আ্যাক্টে দায়েরকৃত চেক ডিসঅনার মামলায় আড়াই বছর সাজাপ্রাপ্ত আসামী রহনপুরের মিরাপুর এলাকার ইলিয়াস আলীর ছেলে মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২ নারী সহ ৮ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।##