করোনার তাণ্ডব বাড়ছে, মৃত্যু ২৮ লাখ ছুঁইছুঁই

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনাভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি একটা উন্নতি হয়নি। এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারিতে প্রায় ২৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৭৭ লাখেরও বেশি মানুষ।

গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৮৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৭৩২ জন।

 

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাণঘাতী করোনায় মারা গেছেন ২৭ লাখ ৯৬ হাজার ১৩৯ জন। বিশ্বব্যাপী সংক্রমিত হয়েছেন ১২ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ৩০২ জন।

অন্যদিকে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৩৮২ জন।

এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৯ লাখ ৬২ হাজার ৮০৩ জন। মারা গেছেন ৫ লাখ ৬২ হাজার ৫২৬ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৬৮৮ জন। মারা গেছেন ৩ লাখ ১২ হাজার ২৯৯ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ২১০ জন। মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ৮৮১ জন।

রাশিয়াকে টপকে করোনা হতাহতের দিক দিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ফ্রান্স। পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। বাংলাদেশের অবস্থান ৩৩।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন