আমি বাংলাদেশ !আশা ছাড়িনি, বেঁচে আছি তবু আমি বাংলার গণতন্ত্র, আমি বাংলাদেশ

মতিউর রহমান লিটু ---------------- বুকের পাঁজর ছিন্ন ভিন্ন, মাথার খুলী ভঙ্গুর, মগজে মৃদু কম্পন, রক্ত নালী ছেঁড়া আমার হচ্ছে হৃদয়ে রক্তক্ষরণ!! বাহু পেশী ছিঁড়ে হাড্ডি বেড়িয়ে- রক্তাক্ত আমি দাঁড়িয়ে আছি, আশা ছাড়িনি, বেঁচে আছি তবু আমি বাংলার গণতন্ত্র, আমি বাংলাদেশ!! ভেবেছিস কি তোরা- আমি হয়ে গেছি শেষ? ওরে মূর্খের দল, বাজিয়ে উন্নয়নের মিথ্যা ঢোল শয়তানের হাসি হেঁসে- কতদিন পাড় পাবি তোরা? সময় যখন শেষ! ব্রিটিশ করেছে আহত আমায়, ছাড়েনি পাকিস্তান! আমার বুক ঝাঁজরা করেছে পাপী, রাক্ষুসী মানুষ রুপি শয়তান! সিংহাসনের লোভ যায় নাকো কভু আমার রক্তের জবাব চাইবে যেদিন প্রভু- মিলিবে না ক্ষমা, ছাড়িব না আমি অনেক পাপ তোদের, অনেক অন্যায়, আমার কাছে আছে জমা! আমি রক্তাক্ত, আমি দুর্বার আমি হইনা কভু শেষ, আমি বাংলার গণতন্ত্র আমিই বাংলাদেশ!!