প্রেম পাথর

রাজলক্ষ্মী মৌসুমী
>
>
> প্রেম পাথর কুড়িয়ে এনেছি
> ভালোবাসার ঘর গড়বো বলে।
> কিন্তু হায়,
> ললাটেতে নাই যে লেখা ঘর বাঁধার স্বপ্ন দেখা।
> ভাবছি বসে এলোমেলো জীবনমেলায়
> শুধুই যে ভুলের মেলা।
> করে চলেছি মাশুল দেয়ার খেলা।
> শিউলি ফুলের গালিচায়,
> স্বপ্নীল মোহের ঘোরে
> প্রেম সাগরে ডুব দিতে গিয়ে,
> হোচট খাই বারবার।
> হাতছানিতে যাই এগিয়ে আবার,
> কুল কিনারা না পাই যখন,
> আবার আমার ইচেছ পাখীটা
> জড়িয়ে ধরলো হৃদয় টাকে।
> সুখ দুঃখের নামটি লেখা তোমার –
> আমার ঠিক মধ্যি খানে।
> ভালোবাসার বাগানটাকে যতন করে রাখি এখন।
> এক পলকেই করবো দেখো
> বিশ্বখ্যাত প্রেমিক হবোই।
>