বিশ্বজিৎ কর : বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌলভীবাজার জেলা শাখার ২৮ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সকিবুল হাসান রাজিব’কে সভাপতি ও রবিন’কে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়।
অনুমোদিত এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী সায়েম, মোস্তাক আহমদ খান, মোঃআল আমিন,মোঃআকির হোসাইন,হাবিবুর রহমান হাবিব,মাহবুবুর রহমান খান অপু, শাহজান আহমদ রনি, সাব্বির আহমদ, তানভীর চৌধুরী ইমাদ,রিপন আহমদ।
সাধারণ সম্পাদক: তানভীর আহমদ রবিন, যুগ্ন সাধারণ সম্পাদক : সৈয়দ রিমুল , সিরাজুল ইসলাম সেজুল , সাকের আহমদ,খালিদ বিন ওয়ালিদ,শাহান আহমেদ,জাফর ইকবাল,কায়সার আহমেদ,কাওছার আহমদ জীবন ,সাংগঠনিক সম্পাদক : সাজন খান , আব্দুল রহিম জয়, মোঃ ফাহাদ মিয়া , তুহিন খান , ফয়জুল করিম শাহান,তপু তালুকদার,মিরাজ আহমেদ ও দপ্তর সম্পাদক : রাফি খান।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন