তানহিদ রহমানের কৃতিত্ব

gbn

জিবি নিউজ ডেস্ক ।।

বিয়ানীবাজার থানার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের কাজী বাড়ি নিবাসী, বাঙালী কমিউনিটির পরিচিত মুখ আবিদুর রহমান শিমু‘র বড় ছেলে তানহিদ রহমান এবারের জিসিএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেছে। তানহিদ ইংরেজি, বিজ্ঞান, অংকসহ অন্যান্য ১০টি বিষয়ে ডাবল এ ষ্টার (৯) এবং কম্পিউটার সাইন্সে এ ষ্টার (৮) পায়। ইলফোর্ডস্থ বিল হাই স্কুল পড়–য়া তানহিদ এখানেই এ লেভেল করবে। সে ভবিষ্যতে সপ্ট ওয়ার ইঞ্জিনিয়ার হতে যায়। বাবা আবিদুর রহমান শিমু ও রওশন চৌধুরী ছেলের এই ফলাফলে খুবই খুশি গর্বিত এবং সকলের কাছে দোয়া চেয়েছেন তাদের ছেলের জন্য।
উল্লেখ্য, বিয়ানীবাজারস্থ খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতন এর প্রাক্তণ প্রধান শিক্ষক, শিক্ষাবিদ মরহুম মতিউর রহমানের বড় নাতী তানহিদ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন