গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ আকরামুজ্জামান আকরাম (৫৮) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ----রাজিউন)। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃতকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। বেশ কিছুদিন যাবত তিনি হৃদরোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শুক্রবার জুম্মাবাদ গোপালগঞ্জ এস কে আলীয়া মাদ্রসা মাঠে জানাযা শেষে গেটপাড়া পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। আকরামুজ্জামানের মৃত্যুতে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার, বর্তমান সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেনা জ্ঞাপন করেছেন।
জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আকরামুজ্জামানের ইন্তেকাল

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন