ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত আহত ১৫

gbn

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের তেল পাম্পের নিকট মর্মান্তিক এক বাস সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জন নিহত ও ১৫ জন আহত হওয়ার খবর পায়ো গেছে। বুধবার বিকালে যশোর থেকে ঝিনাইদহগামী গড়াই সিরিজের এমকে পরিবহনের যাত্রীবাহী বাসটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী ও নিকটস্থ গ্রামের মানুষ উদ্ধার অভিযানে অংশ গ্রহন করেন। বাসটি উল্টে যাওয়ার কারণে প্রায় দেড় ঘন্টা যশোর কালীগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার বিকালে যশোর কালীগঞ্জ সড়কের বারোবাজার তেল পাম্পের কাছে এমকে পরিবহনের বাসটি পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত ও ১৫ বাস যাত্রী আহত হন। তাৎক্ষনিক ভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া খবরের সত্যা নিশ্চত করেন। বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন