শ্রীমঙ্গল প্রতিনিধি ||
মৌলভীবাজার পূবালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন কালেক্টিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) এর প্রতিনিধি সম্মেলন, আঞ্চলিক কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) সকালে পূবালী ব্যাংক মৌলভীবাজার শাখায় এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
পূবালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন কালেক্টিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) নবনির্বাচিত মৌলভীবাজার আঞ্চলিক কমিটিতে মো. জাবির আকরামকে সভাপতি ও অর্জুন দাশকে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সেক্রেটারি জেনারেল মােহাম্মদ সেলিম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহকারী সেক্রেটারী জেনারেল মাে. জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ দপ্তর সম্পাদক মাে. সাইদুল ইসলাম বেলাল প্রমূখ।
সম্মেলন অনুষ্ঠান সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক কর্মকর্তা মো. জাবির আকরাম, এবং সঞ্চালনা করেন অর্জুন দাশ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন