রিয়াজ-অপু-মাহিদের মুখে নৌকার স্লোগান

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর জন্য নৌকায় ভোট চেয়েছেন চলচ্চিত্র জগতের তারকারা।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে নৌকায় ভোট চান চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, চিত্রনায়ক রিয়াজ, মীর সাব্বির ও সায়মন সাদিক। এ সময় তাদেরকে ‘নৌকা’ ‘নৌকা’ স্লোগানে মুখরিত থাকতে দেখা যায়।

 

রেজাউল করিম করিমের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে চিত্রনায়ক রিয়াজ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর জন্য দুই হাত উজাড় করে দিয়েছেন। যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে। চট্টগ্রামে যে রাস্তা দিয়ে এসেছি, তা বাংলাদেশের রাস্তা মনে হয়নি। মনে হয়েছে ইউরোপ-আমেরিকার রাস্তা।’

রোববার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রচারণায় তিনি এসব কথা বলেন।

রিয়াজ বলেন, ‘চট্টগ্রামের নগরপিতা হিসেবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একজন যোগ্য প্রার্থী। আমরা মনে করি, রেজাউল করিম ভাইয়ের মাধ্যমে চট্টগ্রাম আরও সমৃদ্ধ হবে। তাই চট্টগ্রামবাসীর কাছে নৌকার পক্ষে ভোট চাই। নৌকা যেন চট্টগ্রাম বিজয়ী হয় এই কামনা করি।’

তিনি বলেন, ‘চট্টগ্রামে এত উন্নয়ন হয়েছে, চোখে না দেখলে বিশ্বাস হয় না। মনে হয়েছে, বিদেশের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। ইউরোপ-আমেরিকার যে ধরনের রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি।’

প্রচারণায় চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, ‘নৌকা মানে উন্নয়ন। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আমরা নৌকার পক্ষে আছি, চট্টগ্রামবাসীও নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করুন।’

তারিন জাহান বলেন, ‘দেশে আওয়ামী লীগের আমলে যেরকম উন্নয়ন হয়েছে তা আর কোনো সময় হয়নি। শেখ হাসিনা ম্যাজিক লেডি। তিনি মানুষের কথা ভাবেন, মানুষের জীবন মান উন্নয়নে কাজ করেন।’

এ সময় উপস্থিত ছিলেন- নির্বাচনে মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুসহ ছাত্রলীগ-যুবলীগের শতাধিক নেতাকর্মী।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন