লন্ডনে করোনায় আওয়ামীলীগ নেতা মজুদার আলীর মৃত্যু

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কমিউনিটির একজন অতি পরিচিত মূখ আলহাজ মজুমদার আলী, প্রানঘাতী করুনায় আক্রান্ত হয়ে গতকাল ১১ই জানুয়ারী রাত ১০ঘটিকার সময়, পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হসপিটালে ইন্তেকাল করেন- ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৬ বছর, তিনি ২ ছেলে এক মেয়ে এবং বহু গুনী জ্ঞানী আত্মীয় স্বজন রেখে গেছেন।

তিনি সিলেট জগন্নাথ পুর উপজেলার পাটলি গ্রামের নিবাসী ছিলেন। ৭১ এর স্বাধীনতা সংগ্রামে তার বিশেষ অবদান ছিল। যুক্তরাজ্য আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন, প্রতিটি মিটিং মিছিলে তার উপস্থিতি ছিল সকলের দৃষ্টি ঘোচর। তিনি একজন অত্যান্ত ভাল লোক ছিলেন সদা হাস্যজ্বল, সকলের সাথে অত্যান্ত বন্ধু সুলভ ব্যবহার করতেন। তার পরিবারের পক্ষ থেকে তার আতœার শান্তি ও মাঘফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। মাহন আল্লাহ তায়ালা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন