জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় র্যাবের মাদকবিরোধি পৃথক দু’টি অভিযানে সাড়ে ৯ লক্ষ টাকা মূল্যের ৯৫ গ্রাম হেরোইনসহ ১১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব । আটককৃতদের ১ জন মাদক ব্যবসায়ী ও ১০জন মাদকসেবী । বৃহস্পতিবার(৩১’ডিসেম্বর) অভিযানগুলো চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জের রানীহাটী বোলতলা মোড় এলাকায় সড়কের উপর অভিযান চালানো হয়। এক ব্যাক্তির মাদক বিক্রির জন্য অবস্থানের গোপন খবরে চালানো অভিযানে হেরোইনসহ আটক হন মিলন মিয়া(২০)।তিনি শিবগঞ্জের সত্রাজিৎপুর ইউনিয়নের উপর বহলাবাড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
এর আগে দুপুর দেড়টার দিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামে অভিযান চালায় র্যাব। অভিযানে প্রকাশ্যে মাদকসেবনের দায়ে ১০ জন আটক হন। তাদের ৯ জন সদর ও ১ জন শিবগঞ্জের বাসিন্দা। অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ মাদক সেবন সরঞ্জাম উদ্ধার হয়। র্যাব জানায়, দুই অভিযানের ঘটনায় সদর ও শিবগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। ####

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন