গোপালগঞ্জে “আশ্রয়ণ-২” শীর্ষক প্রকল্পের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিং

gbn

গোপালগঞ্জ প্রতিনিধ : 
গোপালগঞ্জ জেলায় চলমান “আশ্রয়ণ-২” শীর্ষক প্রকল্পে ভুমিহীনও গৃহহীনদের জন্য গৃহনির্মণ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিং করেন জেলা প্রসাশক শাহিদা সুলতানা। 
আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলেন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাম্মী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: ইলিয়াছুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট দিনেশ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশিদুল রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সহ-সভাপতি রুহুল আমিন সহ প্রমুখ উপস্থিত ছিলেন। 
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, “আশ্রয়ণ-২” শীর্ষক প্রকল্পটি ৪৮২৬.১৬ কোটি টাকা প্রাক্কলিত ব্যায়ে প্রধানমন্ত্রী কার্যলয়ের আওয়াতায় বাস্তবায়নাধীন রয়েছে। ভুমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায় দারিদ্র জনগোষ্ঠির পুনর্বাসন আয়বর্ধক কার্যক্রম সৃষ্টির মাধ্যমে উপকারভোগী দারিদ্র বিমোচন এবং ঋণ প্রদান ও প্রশিক্ষনের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলার উদ্দেশে এ প্রকল্পটি গ্রহন করা হয়। 
উক্ত প্রকল্পের আওয়াতায় গোপালগঞ্জ জেলায় ‘ক” শ্রণীর (জমি নাই ঘরও নাই) এর আওয়াতায় ২হাজার ৪শত ৭৫টি, “খ” শ্রেণীর (১-১০ শতাংশ জমি আছে কিন্তু ঘর নাই) আওয়াতায় ১০হাজার ৮শত ১৫টি ও “গ” শ্রেণীর  (১-১০ শতাংশ জমি আছে কিন্তু ঘর জরাজীর্ণ) এর আওয়াতায় ৩হাজার ৪৯টি ঘর দেওয়া হবে। 
তিনি আরও বলেন, উক্ত তালিকার মধ্যে “খ” শ্রেণীর ২ হাজার ৩ শত ২ টি ঘর নির্মান করে তা উপকারভোগীদের কাছে ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন