ফ্রান্সে বাণিজ্যচুক্তির প্রতিবাদে ট্রাক্টর নিয়ে আইফেল টাওয়ারের সামনে কৃষকরা

gbn

ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্য জোট মারকোসুরের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্যচুক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে বৃহস্পতিবার ট্রাক্টর নিয়ে প্যারিসে ঢুকে পড়েন ফরাসি কৃষকরা। তাদের আশঙ্কা, এই চুক্তি অন্যায্য প্রতিযোগিতা সৃষ্টি করবে। এদিকে সরকার ‘অবৈধ’ প্রতিবাদী কার্যকলাপের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে।

ভোরের আগেই ডজনখানেক ট্রাক্টর প্যারিসে প্রবেশ করে এবং শহরের ভেতর দিয়ে চলাচল করে।

কিছু ট্রাক্টর থামে আইফেল টাওয়ারের কাছে, আর কিছু যায় আর্ক ডি ট্রায়োম্ফের সামনে। ‘রুরাল কনফেডারেশন’ ইউনিয়নের আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

 

ইউনিয়নের একটি শাখার সহপ্রধান লুদোভিক ডুকলু বলেন, ‘আমরা বলেছিলাম প্যারিসে আসব—এই তো আমরা এসে গেছি।’

একটি ট্রাক্টরে লেখা ছিল ‘নো টু মারকোসুর’, যা চারটি দক্ষিণ আমেরিকার দেশের সঙ্গে চুক্তির বিরোধিতা নির্দেশ করে।

 

এই চুক্তি কার্যকর হলে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চলগুলোর একটি গড়ে উঠবে এবং ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নের জন্য লাতিন আমেরিকায় যানবাহন, যন্ত্রপাতি, মদ ও স্পিরিট রপ্তানি বাড়াতে সহায়তা করবে।

তবে কৃষকদের আশঙ্কা, কৃষিখাতে শক্তিশালী ব্রাজিল এবং তার প্রতিবেশী দেশগুলো থেকে কমদামি পণ্যের স্রোতে তারা ক্ষতিগ্রস্ত হবেন।

উত্তর-পশ্চিমাঞ্চলের ইউর বিভাগের ৪৯ বছর বয়সী কৃষক ড্যামিয়েন কর্নিয়ে বলেন, ‘আমরা ঝামেলা করতে আসিনি। আমরা শুধু কাজ করতে চাই এবং আমাদের পেশা থেকে জীবিকা নির্বাহ করতে চাই।

 

রুরাল কনফেডারেশনের সভাপতি বের্ত্রঁ ভঁতো এএফপিকে বলেন, কৃষকরা প্যারিসের প্রতীকী স্থানগুলোতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করবেন—যদি তাতে পুলিশি হেফাজতে যেতেও হয়।

পরে তিনি ইউরোপ ১ রেডিওকে বলেন, গত ৩০ বছরে ফরাসি নীতি-নির্ধারকরাই ‘ফরাসি কৃষির মৃত্যু’ ডেকে এনেছেন।

স্থানীয় সময় সকাল ১০টায় ফরাসি সংসদের নিম্নকক্ষের সামনে একটি বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছিল। তবে বৃহস্পতিবার সরকারের এক মুখপাত্র ‘অবৈধ’ কোনো কার্যকলাপের বিরুদ্ধে সতর্ক করে বলেন, ফরাসি কর্তৃপক্ষ ‘চুপ করে বসে থাকবে না’।

ফ্রান্স ইনফো রেডিওকে মদ ব্রেজোঁ বলেন, মহাসড়ক অবরোধ করা বা ‘ন্যাশনাল অ্যাসেম্বলির সামনে জড়ো হওয়ার চেষ্টা, যার প্রতীকী তাৎপর্য রয়েছে—অবৈধ’।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন