দিপু হত্যার বিচারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে হিন্দু মহাজোট

gbn

গোপালগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহে গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে মধ্যেযুগীয় কায়দায় মিথ্যা ধর্ম অবমাননা অভিযোগ এনে আধামরার পর গাছের সাথে ঝুলিয়ে পুড়িয়ে মারার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জ হিন্দু মহাজোট। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা বলেন, ময়মনসিংহে দিপু চন্দ্র দাসকে যেভাবে ধর্ম অবমাননা অভিযোগ এনে নিশংস ভাবে হত্যা করা হয়েছে তা নিন্দানীয়। অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করতে হবে। এছাড়াও কুমিল্লার রিকশাচালক শান্ত দাস, কুড়িগ্রামের তপন কুমার সরকার, রংপুরে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও সুবর্ন রায়, নরসিংদী প্রান্তোষ সরকার হত্যার দ্রুত বিচার ও হিন্দুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানায়। এসময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বিজন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক বিবেক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক চন্দন মন্ডল, যুগ্ম সম্পাদক সবুজ রায়, মুক্তিযোদ্ধা স্বপন চক্রবর্তী, সাবেক প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস, বিনয় মধু, ডেবিট বৈদ্য, বিশ্বজিৎ পান্ডে'সহ অনেকে বক্তব্য রাখেন। এছাড়াও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের ব্যানারে মানববন্ধন করেছে উপজেলা শাখা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন