নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামের ভেতরে উর্বর ধানী কৃষি জমি থেকে কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই টপ সয়েল কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে পরিচালিত অভিযানে এক্সেভেটর দিয়ে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কাটা হচ্ছে। এ বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বরাক ব্রিক ফিল্ডসের ম্যানেজার শিমুল আহমেদ ও ফরিদপুর গ্রামের আব্দু্ল গনির পুত্র প্রোপাইটার—ফারুক আহমেদকে ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন