সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) নগরীর কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে ‘প্রবাসী সম্মাননা–২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা প্রবাসী ব্যক্তিত্বদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসির খান। জেলা প্রশাসক মো. সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়, যেখানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
লেখালেখি ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবারের সম্মাননায় ভূষিত হন প্রবাসী লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান। ব্যক্তিগত কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন বড় ভাই আনোয়ার আলমগীর।
আনোয়ার শাহজাহান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ রায়গড় গ্রামের মরহুম আব্দুল মুতলিবের তৃতীয় পুত্র। তিনি গোলাপগঞ্জ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রেসক্লাবের ভূমি ও ভবন দাতা হিসেবে স্থানীয় সাংবাদিকতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও তিনি আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাসহ গোলাপগঞ্জ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি দাতা।
প্রবাস জীবনেও তিনি সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়। বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বর্তমানে তিনি লন্ডন-বাংলা স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান হিসেবে শিক্ষাব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
সম্মাননা গ্রহণের পর আনোয়ার আলমগীর বলেন, “এই সম্মাননা আমার ভাইয়ের দীর্ঘদিনের সামাজিক, সাংবাদিকতা ও শিক্ষামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি, যা আমাদের পরিবারের জন্য গর্বের।” আনোয়ার শাহজাহানও সিলেট জেলা প্রশাসকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমাকে দেশ ও মানুষের কল্যাণে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, প্রবাসীরা দেশের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, এবং তাদের অবদানকে সম্মান জানাতেই এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন