ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স ৪০ হয়ে গেছে। তবে এই বয়সেও আল নাসরের হয়ে দিব্যি খেলে যাচ্ছেন। শুধু খেলছেনই না, মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কারও বাগিয়ে নিয়েছেন এবার। তাকে এই স্বীকৃতি দিয়েছে গ্লোব সকার।
বিদায়ী বছরটা দারুণ কেটেছে রোনালদোর। পর্তুগালকে জিতিয়েছেন দ্বিতীয় নেশন্স লিগ শিরোপা। তার আগে একগাদা গোল করেছেন আল নাসরের হয়ে।
চলতি মৌসুমে দলটা শিরোপার দিকে এগোচ্ছে ভালোভাবেই। ১০ ম্যাচের ১০টিতেই জিতেছে। প্রথম দল হিসেবে গড়েছে শুরুর ১০ ম্যাচে জেতার কীর্তি। রোনালদো এতে বড় অবদানই রেখেছেন।
যার ফলে তিনি অন্যতম এক প্রতিদ্বন্দ্বী ছিলেন এই পুরস্কার জেতার জন্য। শেষমেশ পুরস্কারটা তিনিই জিতলেন।
তবে রোনালদো ধীরে ধীরে এগিয়ে চলেছেন এক বিশ্বরেকর্ডের দিকে। প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন ২০২৬ সালেই।
সেই মাইলফলক ছোঁয়ার বিষয়ে রোনালদোর ভাবনা, ‘আমি এখনও বেশ অনুপ্রাণিত। আমি আরও অনেক শিরোপা জিততে চাই। আপনারা সবাই জানেন, সেই নাম্বারটাকেও ছুঁতে চাই। সেই সংখ্যাটা আমি ছোঁব নিশ্চয়ই, যদি চোট না থাকে, ইন শা আল্লাহ।’
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন