কমিউনিটি লিডার হিসেবে কামরুল আরিফ পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

কমিউনিটি লিডার হিসাবে কামরুল আরিফ রাষ্ট্রীয় সম্মাননা লাভ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সিলেটের জাতীয় কবি কাজী নজরুল অডিটোরিয়ামে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসির তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন।

যুক্তরাজ্যে প্রায় দুই দশক ধরে উদ্যোক্তা ও সমাজসেবী হিসাবে ভূমিকা পালন করায় কমিউনিটি লিডার কামরুল আরিফ সুনাম অর্জন করেন।

রাষ্ট্রীয় সম্মাননা শুধু তার পেশাগত সফলতার স্বীকৃতি নয়,বরং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নেতৃত্ব,অধিকার আদায় এবং সামাজিক উন্নয়নে তার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরুপ।

কামরুল আরিফের দীর্ঘদিন ধরে প্রবাসে তার নেতৃত্ব, সোস্যাল একটিভিটি এবং সাংগঠনিক কার্যক্রম এবং জনস্বার্থে নিবেদিত কাজকে রাষ্ট্র গুরুত্ব দিয়ে স্বীকৃতি দিয়েছে।

কামরুল আরিফ বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর সিলেট জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে তিনি একজন অভিজ্ঞ উদ্যোক্তা ও কৌশলগত সংগঠক। যুক্তরাজ্যে তিনি Cube In Estate-এর CEO হিসেবে পরিচালনা করছেন দেশের একটি বৃহত্তম প্রপার্টি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, যা বাংলাদেশ থেকে পরিচালিত হলেও ইউকে সহ বিশ্বের সকল প্রবাসীর প্রপার্টি সুরক্ষা ও ব্যবস্থাপনা নিশ্চিত করে। একই সঙ্গে, তিনি Cube In Cloud-এর মাধ্যমে প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেবা প্রদান করছেন। তাঁর প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাংলাদেশে উল্লেখযোগ্য কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে, যা স্থানীয় অর্থনীতি এবং যুব সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

শিক্ষাজীবন থেকে শুরু করে তার পথচলা অনুপ্রেরণার দৃষ্টান্ত। শাহজালাল জামেয়া ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি শেষ করার পর, ২০০৬ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যাত্রা করেন। লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনউইচ থেকে আর্কিটেকচার ও কনস্ট্রাকশন বিষয়ে ডিগ্রি অর্জন করে পেশাজীবনে শুরু করেন আরবান প্ল্যানার ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে।

তার নেতৃত্ব ও উদ্যোগ শুধু ব্যবসায়িক সাফল্যে সীমাবদ্ধ নয়। তিনি প্রবাসে থেকেও জুলাই আন্দোলনের গণতান্ত্রিক আদর্শ ও নাগরিক অধিকারের প্রতি সক্রিয় সমর্থন দিয়ে যাচ্ছেন। শতাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তিনি কমিউনিটি, মিডিয়া, যুব উন্নয়ন ও মানবিক সেবায় অবদান রেখেছেন।

প্রবাসী সম্মাননা ২০২৫ প্রাপ্ত এই কমিউনিটি লিডার প্রমাণ করেছেন যে দৃঢ়সংকল্প, আন্তর্জাতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ মিলিয়ে একজন মানুষ তার সমাজ ও দেশের উন্নয়নে কতটা প্রভাবশালী হতে পারে। কামরুল আরিফ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।তিনি মনে করেন, সীমাবদ্ধতা নয়, সাহস, পরিশ্রম ও প্রতিশ্রুতি নিয়েই গড়ে ওঠে নেতৃত্ব।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন