ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধায় প্রকাশ্য দিবালোকে রোববার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রুবেল মিয়া (২৫) নামে এক যুবকের ওপর ভয়াবহ ও নৃশংস হামলার ঘটনা ঘটেছে। সদর উপজেলার শাপলা মেল এলাকায় দেশীয় ধারালো অস্ত্রের কোপে দুর্বৃত্তরা তার ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দেয়। এ সময় তার সঙ্গে থাকা বন্ধু মোশারফ রহমানও আহত হন। রক্তাক্ত এ ঘটনার পর পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আহত রুবেল মিয়া পৌরসভার মহুরি পাড়ার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত মোশারফকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বন্ধুর সঙ্গে দেখা করতে শাপলা মেল এলাকায় যান রুবেল। ঠিক তখনই জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে সুখনগর এলাকার বাবুসহ পাঁচ থেকে সাত জন দুর্বৃত্ত অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো দেশীয় অস্ত্র ‘বেকি’ দিয়ে প্রথম কোপেই রুবেলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। পরে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহত মোশারফ রহমান বলেন, “বাবুর সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ ছিল। কিন্তু কেন আমার নিরীহ বন্ধুর হাতের কবজি পর্যন্ত কেটে দিল— এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
রুবেলের বাবা মোকাব্বর মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ছেলের ওপর কোনো কারণ ছাড়াই হত্যার উদ্দেশ্যে এমন বর্বর হামলা করা হয়েছে। যারা আমার সন্তানের হাতের কবজি কেটে দিয়েছে, তাদের কঠোর শাস্তি চাই।”
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিচ্ছিন্ন কবজিটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে বাবুসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় আপাতত প্রকাশ করা যাচ্ছে না। রুবেলের বাবার করা লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলছে।
এদিকে, নৃশংস এই হামলায় এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। স্বজন ও এলাকাবাসী দ্রুত সব আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন