জিবি নিউজ প্রতিনিধি//
সিলেট মহানগরীর ইঙ্গুলাল রোড কুয়ারপার থেকে ওদের ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগ। তারা সবাই চোরাকারবারী বলে দাবি পুলিশের।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে রবিবার দুপুরের দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে পেঁয়াজ জিরা ফুসকাসহ ১৮ লাখ ৪২ হাজার টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে। এছাড়া একটি জিআই পাইপও আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার জয়সিদ্ধি গ্রামের মৃত ছয়ফুল ইসলামের ছেলে আফনান আহমেদ (১৯), একই থানার রঘুনাথপুর গ্রামের শফিক আলী ও মিনারা বেগমের ছেলে আশরাফুজ্জামান (২২), কোতোয়ালী থানার নবাব রোডের মৃত আব্দুল গাফ্ফার ও ছালেহা বেগমের ছেলে আব্দুল হক (৪৬), শন্তিগঞ্জের রঘুনাথপুর গ্রামের মৃত আফতাব মিয়া ও আনোয়ারা বেগমের ছেলে সিজিল মিয়া (৩৭) ও ছাতক থানার জালিয়া গ্রামের আব্দুল ছবুর ও জমিরুন নেছার ছেলে মো, নুরুল বারী বাবলু (৩৩)।
তাদের হেফাজত থেকে ১৪৪০ কেজি পেঁয়াজ, ৬৫ বস্তা ভারতীয় জিরা ও ৯০০ প্যাকেট ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং ১৩/৭/১২/২৫) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন