মসজিদ উদ্বোধনকে কেন্দ্র করে আহলে হাদিস ও সুন্নি পন্তিদের মধ্যে দাওয়া- পাল্টা দাওয়া

gbn

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- 
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাশ্ববর্তী মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কেশবচর গ্রামে আহলে হাদিস পন্থিদের একটি নতুন মসজিদ উদ্বোধনকে কেন্দ্র করে গতকাল শনিবার (৬ ডিসেম্বর) উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদ্বোধনী অনুষ্ঠানের সময় আহলে হাদিস ও সুন্নি জামায়াতপন্থি স্থানীয়দের মধ্যে ধাওয়া- পাল্টা দাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, কেশবচর গ্রামের  লন্ডন প্রবাসী জবরুল মিয়ার একটি মসজিদ নির্মানকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন ধরে দুটি ধর্মীয় মতাদর্শের অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বিশেষত মসজিদের নামকরণ, ইমাম নিয়োগ ও ধর্মীয় রীতিনীতি পালনের ভিন্নতা নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই মতবিরোধ চলে আসছিল। নতুন মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দুই দলের মধ্যে উত্তেজনা ধীরে ধীরে বাড়তে থাকে। তবে, গত শনিবার উদ্বোধনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছে যায়।

 


এ ব্যাপারে গ্রামের বাসিন্দাদের মুহিদ মিয়ার সাথে আলাপকালে জানা যায়- বেশ কিছুদিন ধরে  এ এলাকায় একাধিকবার ধর্মীয় মতবিরোধ থেকে ছোটখাটো বিবাদ ও বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।
বিশেষ করে, আহলে হাদিসদের আলাদা জুম্মার  জামায়াত পরিচালনা এবং সুন্নি পন্থিদের বিরোধিতা এ দু’পক্ষের মধ্যে দূরত্ব ও বিরোধ থাকে বাড়িতে থাকে।
গ্রামের এক প্রবীণ কয়েকজন ব্যাক্তিরা বলেন, এটা হঠাৎ তৈরি হওয়া সমস্যা নয়। আগেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তবে, এবার উদ্বোধনকে কেন্দ্র করে পরিস্থিতি বেশি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়েই সেনাবাহিনী ও পুলিশের টহল বাড়ানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের সাথে কথা বলেন।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই শিপু কুমার দাস বলেন, যে কোনো ধরনের ধর্মীয় সংঘাত ঠেকাতে আমরা কঠোর অবস্থানে আছি। কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না।
এদিকে স্থানীয় প্রশাসন এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং গুজব ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘাতের পুনরাবৃত্তি ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন