স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে সিলেটের ৬ এলাকাবাসীর স্মারকলিপি প্রদান

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটের এয়ারপোর্ট থানাধীন সিদাইরগুল, মাখরখলা, কুশাল, কালাগুল, ভারারহাট ও ফাইকপাড়া এলাকাবাসী সন্ত্রাসী ও মাদকচক্রের দৌরাত্ম্যের প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

রবিবার (৭ ডিসেম্বর) জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেন ওই ছয় এলাকার বাসিন্দারা। স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ।
 

স্মারকলিপিতে তারা অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চক্র সক্রিয় রয়েছে। স্থানীয়ভাবে প্রভাবশালী কিছু ব্যক্তির ছত্রচ্ছায়ায় তারা এলাকাজুড়ে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। ফলে সাধারণ মানুষ চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।

অভিযোগে আরও বলা হয়, কোম্পানীগঞ্জ উপজেলার ফেদারগাঁও এলাকার কুখ্যাত কিছু মাদক ব্যবসায়ী তিন বছর আগে স্থানীয় জনরোষে সেখান থেকে পালিয়ে এসে সিদাইরগুল এলাকায় আশ্রয় নেয়। স্থানীয় এক অসৎ ব্যক্তি ছাদির মিয়ার সহায়তায় তারা নতুন করে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে।

স্মারকলিপিতে এ চক্রের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে কাউছার, কয়েছ, ইলিয়াছ ও আল আমিন নামক তিনজনকে। তাদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও এয়ারপোর্ট থানায় মাদক, চাঁদাবাজি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে। কিন্তু এখনো তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে স্থানীয়দের নাজেহাল করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্মারকলিপি প্রধানকালে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ দুদূ মিয়া, মোহাম্মদ শামসুল ইসলাম, মোহাম্মদ নিজাম মিয়া। তারা জানান, সর্বশেষ গত ৩ অক্টোবর রাতে স্থানীয়রা ভারতীয় মদ ও ৪০ পিস ইয়াবাসহ আল আমিন ও মনছুর নামের দুজনকে আটক করে এয়ারপোর্ট থানায় সোপর্দ করেন। কিন্তু স্থানীয় অসৎ পুলিশের সহযোগিতায় তারা রাতেই ছাড়া পেয়ে যায়। যা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে।

এসময় তারা দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিয়ে সিদাইরগুল এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান। একই সঙ্গে মাদকচক্রের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়ে তারা বলেন, এই ছয় এলাকাবাসীরা আশা করছেন প্রশাসনের কার্যকর পদক্ষেপে সিদাইরগুলসহ আশপাশের এলাকায় পুনরায় শান্তি ও নি

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন